ভারত-ইংল্যান্ডের টেস্টে মাঠে নামেননি বিরাট কোহলি। দ্বিতীয়বার বাবা হওয়ার পর পরিবারের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন। আর এর মাঝেই নিজেকে আরও একবার বদলে ফেললেন বিরাট। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছেন।
নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়ে বরাবরই নিখুঁত কিং কোহলি। প্রায়শয়ই নিজের হেয়ার স্টাইল বদলে ফেলেন। আইপিএলের আগেও তার অন্যথা হল না। মাঠে নামার আগে বদলে ফেললেন লুক। নতুন হেয়ার কাটিং করালেন।
আরও পড়ুন - কেন তাঁকে খোঁজে মিডিয়া ? বেঙ্গালুরু থেকে কটাক্ষ বিরাটের
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে বিরাটের ছবি। যেখানে দেখা যাচ্ছে বিরাট উড়িয়ে দিয়েছেন নিজের চুলের ঝুলপি। কানের বেশ খানিকটা উপর দিয়ে চুলের রেখা। চমক এখানেই শেষ নয়। চুলের পাশাপাশি নিজের ভুরুও খানিকটা কেটে ফেলেছেন বিরাট।