কোহলির বার্তায় উজ্জীবিত ডব্লিউপিএলের আরসিবির মহিলা ক্রিকেটাররা। বুধবার স্মৃতি মন্ধানা, রিচা ঘোষদের সঙ্গে দেখা করেন বিরাট কোহলি। আর তারপরেই ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে মরশুমের প্রথম জয় তুলে নেন তাঁরা। আর যে জয়ের কৃতিত্ব দিলেন তাঁরা কিং কোহলিকে।
ডব্লিউপিএলে টানা চারটি ম্যাচ হেরেছিলেন তাঁর দলের মহিলা ক্রিকেটাররা। কোনও ভাবেই প্রতিপক্ষওকে কাবু করতে পারছিলেন না তাঁরা। এর মধ্যেই মুম্বই গিয়ে স্মৃতি, রিচাদের সঙ্গে দেখা করেন কোহলি। তাঁদের সঙ্গে শেয়ার করেন নিজের কেরিয়ারের সাফল্য, ব্যর্থতার একাধিক কাহিনি। জানান, কীভাবে একটা ব্যর্থতার পরেও নতুন উদ্যমে ফিরে আসেন বারবার, শোনান সেই কথাও।
আরও পড়ুন - মাঠ পরিষ্কার করছেন ক্রিকেটার, কে তিনি ?