শনিবার মুম্বইয়ে, মহিলাদের প্রিমিয়ার লিগ ২০২৪-এর নিলাম শেষের পর শিরোনামে বছর ২২ এর বৃন্দা দীনেশ। নিলামে ১.৩ কোটি টাকায় তাঁকে কিনেছে, ইউপি ওয়ারিয়র্স। বিরাট কোহলি এবং অস্ট্রেলিয়ার মেগকে দেখেই নাকি ব্যাট ধরা রপ্ত করেছেন বৃন্দা। জাতীয় দলের হয়ে কোনও দিন না খেলেও রাতারাতি কোটিপতি এই মেয়ে।
এই এত টাকা নিয়ে কী করবেন বৃন্দা?
বৃন্দা জানান, বাবা মায়ের স্বপ্নের গাড়িটি কিনে দিতে চান। বাবা মা ছাড়া কিছু সম্ভব ছিল না জানান বৃন্দা ,তিনি বর্তমানে রায়পুরে মহিলাদের অনূর্ধ্ব ২৩ টি-টোয়েন্টি ট্রফির জন্য প্রস্তুতি নিচ্ছেন৷