ইন্দোরে সেই স্পিনেই ভেল্কি খাচ্ছে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লায়ন, কুনেম্যান, মার্ফির সামনে নড়বড় করলেন ভারতীয় ওপেনাররা। প্রথম ইনিংসে ২১ আর দ্বিতীয় ইনিংসে ৫। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চুম্বকে এটাই শুভমন গিল। যিনি এই ম্যাচে কেএল রাহুলের বদলি। নাগপুরের শতরানের পর দিল্লি ও এই ম্যাচে রানের খরা রোহিতের ব্যাটে। এই সিরিজে প্রথম কুনেম্যানের বলে আউট হলেন বিরাটও। তাঁর অবদান ১৩।
ভারতের অন্য মাঠে প্রথম একঘণ্টায় বল বাউন্স করে। কিন্তু মধ্যপ্রদেশের ইন্দোর যেন ব্যতিক্রম। হোলকারদের স্টেডিয়ামে বল বাউন্স করে না। বরং স্পিন করে। আর সেই স্পিনেই এবারও ফেঁসে গেল অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন অজিরা এগিয়ে থাকলেও, নিজেদের লক্ষ্যে অবিচল রইল ভারত। প্রথম দিনের শেষে ভারতীয় টিম ম্যানেজমেন্ট দাবি ছিল অস্ট্রেলিয়াকে ৩০০ রানের মধ্যে আটকে দেওয়া। সেই কাজটাই করলেন দুই স্পিনার। নতুন করে দলে ফিরে অশ্বিন-জাডেজাকে সঙ্গত করলেন উমেশ যাদব।
১৯৭ রানে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস । এই মুহূর্তে ৮৮ রানে পিছিয়ে রয়েছে ভারত । তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছিল ধীর গতিতেই । প্রথম থেকেই রানের গতি ছিল কম । এরপরে উমেশ যাদব ও অশ্বিনের বলে একের পর এক উইকেট তুলতে শুরু করে ভারত । তিনটি করে উইকেট নেন দু'জনে ।