বার্বেডোজ থেকে দিল্লি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সরাসরি মুম্বই। এরপর ভিকট্রি প্যারেড, সংবর্ধনা। একে একে সব সেরে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের কেউ বাড়ি ফিরেছেন, কেউ আবার হোটেলে ফিরে গিয়েছেন। কিন্তু বিশ্রামের সুযোগ পেলেন না বিরাট কোহলি। সব সেরে ফের দেশ ছাড়লেন তিনি।
কোথায় গেলেন বিরাট?
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেই মুম্বই থেকে লন্ডনে পাড়ি দিয়েছেন বিরাট কোহলি। আসলে সে দেশে রয়েছেন তাঁর স্ত্রী অনুষ্কা, মেয়ে ভামিকা এবং ছেলে অকায়। সেই কারণেই সংবর্ধনা অনুষ্ঠান সেরেই বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তিনি।