দীর্ঘ ছুটি কাটিয়ে ফের ২২ গজে ফিরতে চলেছেন বিরাট কোহলি। সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। যেখানে তাঁকে বিমানবন্দরে দেখা গিয়েছে। RCB দলে যোগ দিতে বেঙ্গালুর গিয়েছেন তিনি। আসন্ন IPL এ তাঁকে ফর্মে দেখা যাবে বলেই মনে করছেন অনুগামীরা।
ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। ওই সিরিজে খেলেননি বিরাট। কারণ সেই সময় গর্ভবতী ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা। তাঁর পাশে থাকতেই বিরাট ওই সিদ্ধান্ত নিয়েছিলেন। অকায়-এর জন্মের পরও দীর্ঘদিন পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন তিনি। তারপর ফের ফিরতে চলেছেন খেলার দুনিয়ায়।
ইতিমধ্যে শুরু হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রি টুর্নামেন্ট ক্যাম্প। সেখানেই অনুশীলনে যোগ দেবেন বিরাট কোহলি। ২২ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচটি রয়েছে কোহলিদের।