ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে শেষ টি২০(T20) ম্যাচে থাকছেন না বিরাট কোহলি(Virat Kohli) এবং ঋষভ পন্থ(Rishab Pant)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ(T20 Series) জিতে যাওয়ায় তৃতীয় ম্যাচে নিয়মরক্ষা করতে নামবে ভারতীয় দল(Indian Cricket Team)। তাই বোর্ডের কাছে ছুটি চেয়েছিলেন কোহলি(Virat Kholi) এবং পন্থ(Rishab Pant)। সূত্রের খবর, ছুটি দেওয়া হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান উইকেটরক্ষককে।
জানা গেছে, কোহলি এবং পন্থকে ১০ দিনের ছুটি দিয়েছে বোর্ড। এরপর আবার ফের জৈব দূর্গের মধ্যে ঢুকে পড়তে হবে তাঁদের। তবে ২৪ ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কার(Sri Lanka) বিরুদ্ধে টি-২০ সিরিজে সম্ভবত খেলবেন না কোহলি। আগামী ৪ মার্চ থেকে শ্রীলংকার(Sri Lanka) বিরুদ্ধে টেস্ট সিরিজে(Test Series) দলে ফিরবেন কোহলি এবং পন্থ।
আরও পড়ুন- BCCI: এশিয়ান গেমস ক্রিকেটে দল পাঠানো নিয়ে নিশ্চিত নয় বিসিসিআই
ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা(South Africa) সফর থেকে দলের সঙ্গে রয়েছেন কোহলি(Virat Kohli)। অন্যদিকে তিন ফরম্যাটে টানা খেলছেন ঋষভও(Rishab Pant)। জৈব যৌগের মধ্যে থাকার চাপ সামলানো এবং সেইসঙ্গে ক্রিকেটারদের শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা রাখার জন্যই ঘুরিয়ে-ফিরিয়ে সবাইকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা নিয়েছে বোর্ড। সেইমতো এবার ছুটি দেওয়া হল বিরাট কোহলি(Virat Kohli), ঋষভ পন্থকে(Rishab Pant)।