সব ক্রিকেটারকে ঘরোয়া টুর্নামেন্ট খেলতেই হবে। চলতি বছর শুরুতে এমনই জানিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। রঞ্জি ট্রফিতে নামতে দেখা যায়নি বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। এবার অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি। এই সিরিজে বিরাটের ব্যাটে সেঞ্চুরি দেখতে চান ক্রিকেটপ্রেমীরা। তার আগে দিল্লির রঞ্জি টিমে খেলবেন বিরাট। ১১ বছর পর ঘরোয়া টুর্নামেন্টে নামছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান।
২২ নভেম্বর থেকে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। এদিকে ১১ অক্টোবর থেকে রঞ্জি ট্রফির খেলা শুরু হবে। দিল্লি ক্রিকেট সংস্থা ৮৪ জন ক্রিকেটারের তালিকা তৈরি করেছে। সেই তালিকায় প্রথমেই নাম রয়েছে বিরাট কোহলি ও ঋষভ পন্থের। অস্ট্রেলিয়া সফরে দুই ভারতীয় ব্যাটসম্যান যাবেন। ক্রিকেটমহলের ধারণা, তার আগে দিল্লি টিমের হয়ে খেলে টেস্টের মানসিকতা তৈরি করতে চান বিরাট ও ঋষভ। বাংলাদেশে বিরুদ্ধে চেন্নাই টেস্টে দারুণ ফর্মে ছিলেন ঋষভ পন্থ। টেস্টে কামব্যাক করেই দুরন্ত সেঞ্চুরি করেন ঋষভ পন্থ। কিন্তু দুই ইনিংসেই রান পাননি বিরাট। কানপুর টেস্টেও বড় ইনিংসের লক্ষ্যে নামবেন বিরাট। অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে ঘরোয়া ক্রিকেটেও খেলবেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে বিরাটের ফেরা খুবই ভাল সিদ্ধান্ত বলে মনে করছেন ক্রিকেটের প্রশাসনিক কর্তারা। যে কোনও তরুণ ক্রিকেটারের কাছে বিরাটের এই সিদ্ধান্ত উদাহরণ হতে পারে। দলীপ ট্রফিতে আগেই ফিরেছিলেন ঋষভ পন্থ। এবার রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে কতটা সাফল্য পান বিরাট, তা জানা যাবে। ১১ বছর আগে দিল্লির হয়ে শেষবার নেমেছিলেন বিরাট কোহলি। ২০১২ সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে নেমেছিলেন বিরাট। প্রথম ইনিংসে ১৪ রান ও ৪২ রান করেন। দুটি ইনিংসেই ভুবনেশ্বর কুমারের ডেলিভারিতেই আউট হন।