বৃষ্টিতে প্রথম দিন খেলা হয়নি। দ্বিতীয় দিন মাত্র ৪৬ রানে ভেঙে পড়ে ভারতীয় দলের ব্যাটিং। শুক্রবার তৃতীয় দিনের শেষে ভারতের রান ৩ উইকেটে ২৩১। এখনও ১২৫ রানে পিছিয়ে রোহিত শর্মারা। শুক্রবার শেষ বলে আউট হলেন বিরাট কোহলি। এখনও দুদিন খেলা বাকি।
বৃহস্পতিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে ২২ গজের ব্যাটিং অনেকটা সহজ হয়ে যায়। বৃহস্পতিবার ৯১ রানের ইনিংস আগ্রাসী ইনিংস খেলেন ডেভন কনওয়ে। ২২ রানে অপরাজিত ছিলেন রাচিন রবীন্দ্র। শুক্রবার বেঙ্গালুরুতে তাঁর ব্যাট থেকে আসে অবিশ্বাস্য সেঞ্চুরি। ১৫৭ বলে ১৩৪ রান করেন রাচিন। শেষ দিকে ৬৫ রান আসে টিম সাউদির ব্যাট থেকে। ৪০২ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।
প্রথম ইনিংসে ৩৫৬ রানে এগিয়ে যাওয়ায় বেশ আত্মবিশ্বাসী ছিল নিউজিল্যান্ড। কিন্তু পাল্টা লড়াইয়ে সেই ক্ষতে প্রলেপ লাগিয়ে দিলেন রোহিতরা। শুরুটা খারাপ করেনি ভারত। ওপেন করতে নামেন যশস্বী জয়সওয়াল ও অধিনায়ক রোহিত শর্মা। ৩৫ রানে নিজের উইকেট দিয়ে এলেন যশস্বী। রোহিত শর্মা রক্ষণাত্মক খেলেও আউট হন ৫২ রান করে। ৯৫ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর ভারতের ব্যাটিংয়ে হাল ধরেন বিরাট কোহলি ও সরফরাজ খান। ৭০ রান করেন বিরাট কোহলি। ৭০ রান আসে সরফরাজ খানের ব্যাটেও। ৪৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩১ রান তোলে টিম ইন্ডিয়া।