আজ থেকে এশিয়া কাপের (Asia Cup 2023 ) শুরু । আর অক্টোবর মাস থেকেই ক্রিকেট বিশ্বকাপ (Cricket World Cup)। দু'টি গুরুত্বপূর্ণ ম্যাচেই নজরে থাকবেন কোহলি । তাঁকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা তুঙ্গে । এই আবহে বিরাট কোহলি (Virat Kohli) জানালেন, তাঁর পছন্দের ক্রিকেট ফরম্যাট টেস্ট বা টি-টোয়েন্টি নয় । এক দিনের ক্রিকেট । তার কারণও খোলসা করলেন কিং কোহলি ।
এক সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন, তিনি একদিনের ক্রিকেট খেলতে পছন্দ করেন । তিনি মনে করেন, এটা এমন এক ক্রিকেট ফরম্যাট, যা একজন খেলোয়াড়ের খেলাকে সম্পূর্ণভাবে পরীক্ষা করে। কৌশল, সংযম, ধৈর্য, পরিস্থিতি বুঝে খেলা...সবটাই রয়েছে এর মধ্যে । কোহলির কথায়,"আমি মনে করি ওডিআই ক্রিকেট সর্বদা আমার থেকে সেরাটা বের করে আনে । কারণ আমি সেই চ্যালেঞ্জটি নিতে পছন্দ করি। সেই কারণেই আগেও বলেছি যে, একদিনের ক্রিকেট আমাকে নিয়মিত নিজেকে পরীক্ষা করার সুযোগ দেয় । আমার ব্যাটিংয়ের পরীক্ষা নেয় । আর সে কারণেই আমি সত্যিই ওডিআই ক্রিকেট খেলা উপভোগ করি । "
ওডিআই ক্যারিয়ারে এখন পর্যন্ত বিরাটের ৪৬টি সেঞ্চুরি রয়েছে । জানা গিয়েছে, দ্বিতীয় পজিশনে ব্যাট করার সময় সর্বোচ্চ শতরানের রেকর্ড গড়েছেন কোহলি । শুধু তাই নয়, ৫০-ওভারের ফর্ম্যাটে কোহলির একটি দুর্দান্ত রেকর্ড রয়েছে ।
৩০ অগাস্ট অর্থাৎ আজ থেকে এশিয়া কাপের শুরু । অন্যদিকে, এশিয়া কাপ আবার শেষ হলেই শুরু বিশ্বকাপ । আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে এক দিনের বিশ্বকাপ ।