রাফায়েল নাদালের (Rafael Nadal) সঙ্গে জুটি বেধে লড়াই। লেভার কাপে শেষবার মাঠে নামলেন রজার ফেডেরার (Roger Federer Retirement)। শেষ হল টেনিসের সোনালি অধ্যায়। ম্যাচের পর আর স্থির থাকতে পারেননি। নিজে কাঁদলেন, কাঁদালেন সতীর্থ ও চির প্রতিপক্ষ নাদালকেও। দুই কিংবদন্তির কান্না দেখে চোখের জল আটকে রাখতে পারলেন না বিরাট কোহলি। ফেডেরার ও নাদালের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে আবেগঘন পোস্ট করলেন তিনি।
বিরাট লেখেন, "দুই শত্রু যে একে অপরকে এতটা ভালবাসে, সেটা কে জানত। এটাই খেলাটার সৌন্দর্য। আমার কাছে এটাই খেলার জগতের সেরা ছবি।" বিরাটের মতে, "যখন সতীর্থ একজন প্লেয়ারের জন্য এভাবে কাদে, তখন বুঝতে পারবেন, ঈশ্বরপ্রদত্ত ক্ষমতার সাহায্যে আপনি কি করতে পেরেছেন। ওদের দুজনের প্রতি অসীম শ্রদ্ধা।"
আরও পড়ুন: রাজার বিদায়ে চোখে জল রাফা-জোকারের, ফেডেরার চিরন্তন
লেভার কাপে শুক্রবার শেষবার নাদালের সঙ্গে কোর্টে নামেন ফেডেরার। টিম ওয়ার্ল্ডের জুটি জ্যাক সক ও ফ্রান্সেস টিয়াফো জুটির কাছে হারতে হয় নাদাল ফেডেরার জুটিকে। লণ্ডনের ও-টু এরিনা উঠে দাঁড়িয়ে বিদায় জানান ফেডেরারকে।