বিবাদে জড়ালেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। অতীতেও আইপিএলে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুই তারকার। সোমবার বিরাট কোহলির সঙ্গে ফের বিবাদে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর। ঘরের মাঠে লখনউকে হারিয়েছে আরসিবি। ম্যাচের পরই মাঠেই বিবাদে দুই তারকা।
সোমবার রাতে ম্যাচের পর আফগানিস্তানের ক্রিকেটার নবীন উল হক ও বিরাট কোহলি হ্যান্ডশেক করার সময় বাদানুবাদে জড়ান। এরপরই বিরাটের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন গম্ভীর। সতীর্থ ও সাপোর্ট স্টাফরা এসে পরিস্থিতি সামাল দেন।
আরও পড়ুন: মাইলফলক ছোঁয়া হল না বিরাটের, ১২৭ রানের টার্গেট লখনউকে
মাত্র ১২৬ রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট পড়ে লখনউর। তখনই সমর্থকদের উদ্দেশ্যে মুখে হাত দিয়ে চুপ করার ইশারা করেন বিরাট। ১০ বছর আগে কেকেআর বনাম আরসিবি ম্যাচের সেই স্মৃতিই ফের ফিরে এল। সেবার কেকেআর অধিনায়ক গম্ভীরের সঙ্গে বিবাদে জড়ান বিরাট কোহলি।