বিরাট ব্যাটে রান ফিরল। রান ফিরল সেই পাকিস্তানের বিরুদ্ধেই। সাত দিন আগে এই মাঠে ভাল শুরু করেও শেষ করতে পারেননি। কিন্তু রবিবাসরীয় দুবাইয়ে সব ব্যর্থটা মুছে গেল কিং কোহলির ব্যাটে। একে একে যখন রাহুল-রোহিত-হার্দিকরা ফিরলেন, তখন পাক বোলারদের বিরুদ্ধে একাই রুখে দাঁড়ালেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
এদিন টস করতে গিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করেন, প্রথম একাদশ তৈরি করতে বেশ চাপে পড়ে গিয়েছিল টিম ম্য়ানেজমেন্ট। কারণ জাডেজার চোট, আর আবেশ খানের জ্বর। ফলে কম্বিনেশন ঠিক কী হবে, তা বোঝা খুব কঠিন হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে এদিন প্রথম একাদশে আসেন দীপক হুডা এবং লেগ স্পিনার রবি বিষ্ণোই।
শুরুটা ভালই করেছিলেন রাহুল এবং রোহিত। কিন্তু হঠাৎই ছন্দপতন। হংকং ম্য়াচে বিশ্রাম নিয়ে এই ম্য়াচে শূন্য় হার্দিক পান্ডিয়া। রান পেলেন না ঋষভ পন্থ। তবে রবিবারের দুবাইয়ে আকর্ষণ সেই বিরাটের ব্য়াট।