ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ বরাবরই স্পষ্টবক্তা। নিজের কেরিয়ার নিয়েও খুব সোজাসাপটা। এবার ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েও অকপট জবাব দিলেন। জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিতে চান না তিনি। বরং আইপিএলের কোচ হতে আগ্রহী তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
কেন এমন বললেন বীরেন্দ্র সেহওয়াগ?
সেহওয়াগ জানিয়েছেন, ভারতীয় দলে খেলার জন্য কমপক্ষে ৮ থেকে ৯ মাস বাইরে থাকতে হত। গত ১৫ বছর ধরেই এই রুটিন মেনে চলছেন তিনি। তাঁর সন্তানদের বয়স ১৪ এবং ১৬ বছর। দু'জনেই দিল্লিতে ক্রিকেটে খেলে। একজন ব্যাটার, আরেকজন অফ-স্পিনার। এখন সেহওয়াগকে তাদের দরকার। সেই কারণেই এখন তাদের থেকে দূরে গিয়ে ভারতীয় দলের কোচের দায়িত্ব পালন সম্ভব না। একইসঙ্গে এই কথাও সেহওয়াগ জানিয়েছেন, আইপিএলে কোচ বা মেন্টর হওয়ার প্রস্তাব এলে রাজি হয়ে যেতে পারেন তিনি।
গৌতম গম্ভীরের কোচ হওয়ার আগে সেহওয়াগের নাম নিয়ে চর্চা চলছিল। কিন্তু তখনও এই প্রস্তাবে আগ্রহ দেখাননি তিনি। বরং আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস এবং কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলা বীরেন্দ্র সেহওয়াগ আইপিএলের কোচিংয়ে বেশি আগ্রহী।