আইপিএলে দুর্ধর্ষ ফর্মে শুভমান গিল। তাঁর পারফরম্যান্স দেখে মুগ্ধ বীরেন্দ্র সেহওয়াগ। জানালেন, এ যেন বিয়ে সম্পন্ন হল শুভমান গিলের। না কোনও মেয়ে নয়, স্টেডিয়ামের সঙ্গে শুভমানের বিয়ে দিলেন সেহওয়াগ।
পয়া মাঠ সবারই থাকে। কিন্তু কেরিয়ারের শুরুর সব রেকর্ড আহমেদাবাদ স্টেডিয়ামেই সেরে ফেলেছেন শুভমান গিল। সেহওয়াগ জানান, "২০২৩ সালে এই মাঠেই T20 আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেছেন। টেস্টে সেঞ্চুরি এসেছে। ওয়ানডে ক্রিকেটে দ্বিশতক করেছেন। এবার আইপিএলেও সেঞ্চুরি। এতদিন লাভ স্টোরি ছিল। এবার যেন বিয়ে হয়ে গেল।"
গুজরাত টাইটান্সের হয়ে আইপিএলে প্রথম সেঞ্চুরি করেছেন শুভমান গিল। ২২ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। আইপিএলে ৫০০ রানও পার করে ফেলেছেন তিনি।