শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে বাহানগা বাজারে দুর্ঘটনার কবলে পড়ে করমন্ডল এক্সপ্রেস। সেই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৮৮ জনের মৃত্যুর খবর জানা গিয়েছে। অনেকেই দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন। কিন্তু অন্য প্রস্তাব ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহবাগের। তিনি জানালেন, নিহতদের সন্তানকে তিনি নিজের স্কুলে নিখরচায় শিক্ষা দেবেন তিনি। বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করতে পারবে তারা।
রবিবার টুইটারে একটি পোস্ট করেন সেহবাগ। তিনি জানান, দুর্ঘটনার ছবি অনেকদিন তাঁকে দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াবে। মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের সন্তানকে দেখভাল করতে পারি। ক্ষতিগ্রস্ত ছেলেমেয়েদের আন্তর্জাতিক স্কুলের বোর্ডিংয়ে পড়ানোর প্রস্তাব দিলেন প্রাক্তন ওপেনার।
সেহবাগের আচরণে প্রশংসা সব মহলে। তাঁর এই পোস্টও ভাইরাল হয়। তাঁর সিদ্ধান্তকে কুর্নিশ করেছেন অনেকেই। সেহবাগের এই সিদ্ধান্ত খুশি হবেন, ক্ষতিগ্রস্তদের পরিজনরাও।