অনিল কুম্বলের পর তাঁকে টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব নিতে বলেছিলেন বিরাট কোহলি। এতদিন পর ফাঁস করলেন বীরেন্দ্র সেওয়াগ। নিউজ ১৮ ইন্ডিয়ার একটি সাক্ষাৎকারে বীরু জানিয়েছেন, বিরাট ও তৎকালীন বোর্ড সচিব অমিতাভ চৌধুরী তাঁকে অনুরোধ করেন। এরপরই হেড কোচের পদের জন্য আবেদন করেন সেওয়াগ।
বিরাট ও কুম্বলের মধ্যে বনিবনা হচ্ছে না। তৎকালীন বোর্ড সচিব অমিতাভ চৌধুরী এমনই জানিয়েছিলেন। সাক্ষাৎকারে দাবি সেওয়াগের। ২০১৭ সালে কুম্বলের হেড কোচ হিসেবে মেয়াদ শেষ হওয়ার ছিল। বোর্ডের পক্ষ থেকে সেওয়াগকে জানানো হয়, কোচ হলে তিনি দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ যেতে পারেন।
২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে হারের পরই সরিয়ে দেওয়া হয় অনিল কুম্বলকে। এরপরই দায়িত্বে আসেন রবি শাস্ত্রী।