লিওনেল মেসির জন্য বিশ্বকাপ জিততে হবে। কাতার বিশ্বকাপের আগে এটাই ছিল আর্জেন্টিনা টিমের স্লোগান। ২০১১ বিশ্বকাপে সচিন তেন্ডুলকরের জন্য বিশ্বকাপ জিততে হবে, এমনই স্লোগান উঠেছিল। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ঘরের মাঠে বিশ্বকাপ জেতে ভারত। এবার বিরাটের জন্য টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জিততে হবে। এমনই স্লোগান তুলে দিলেন বীরেন্দ্র সেহওয়াগ।
এবার বিশ্বকাপে রোহিত ব্রিগেডের ভরসা বিরাট কোহলি। সেহওয়াগ জানান, তাঁরা ২০১১ বিশ্বকাপ সচিনের জন্য খেলেছিলেন। সচিন সব সময় নিজের একশো শতাংশ দিতেন। এবার বিরাটও নিজের সর্বস্ব দিয়ে বিশ্বকাপ জিততে চাইবেন। মনে করছেন সেহওয়াগ।
আরও পড়ুন: ওয়ানডে বিশ্বকাপ নিয়ে আবেগপ্রবণ সৌরভ গঙ্গোপাধ্যায়, কী বললেন প্রাক্তন প্রেসিডেন্ট
৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। ১৫ অক্টোবর, ভারতের সামনে পাকিস্তন। আহমেদাবাদে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে নামবে ভারত। এই দুটি ম্যাচ জিতলেই টুর্নামেন্টে অনেকটা এগিয়ে যাবে ভারত।