বীরেন্দ্র সেহওয়াগ কে! নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংসের পর সাংবাদিক বৈঠকে এমনই বললেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান। যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
কিছুদিন আগে ক্রিকবাজ় ওয়েবসাইটে সেহওয়াগ জানান, শাকিবের অনেক আগেই T20 ক্রিকেট থেকে অবসর নিয়ে নেওয়া উচিত। সেহওয়াগ বলেন, "বিশ্বকাপ স্কোয়াডে অভিজ্ঞতার জন্য নেওয়া হয়েছে, তা হলে সেটা প্রমাণ করো। তুমি হেডেন বা গিলক্রিস্ট নও। হুক বা পুল তোমার শক্তি নয়। তুমি বাংলাদেশী ক্রিকেটার। সেই শক্তি অনুযায়ী খেলো।"
নেদারল্য়ান্ডস ম্যাচে সাকিবের ব্যাটে আসে ৪৬ বলে ৬৪ রানের ইনিংস। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে সেহওয়াগের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। সাকিব বলেন, "কে?" এরপরই সাকিব জানান, ক্রিকেটাররা কখনও কোনও প্রশ্নের উত্তর দিতে আসেন না। প্লেয়ারের কাজ দলের জন্য ব্যাট করা। টিমে অবদান রাখা। যদি কেউ সেটা না পারেন, তা হলে তাঁকে নিয়ে আলোচনা হবে। সেটা স্বাভাবিক বলেই মনে করেন শাকিব।