আইপিএল (Ipl2022) অতীত। এবার বিশ্বকাপ (T-20 World Cup)। অক্টোবর-নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কাপ ভারতই (India) জিতবে, দাবি সদ্য আইপিএল জেতা অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandiya)।
ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে টিম ইন্ডিয়া। ৯ জুন থেকে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে। চোট সারিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার হার্দিক। গত কয়েক মাস আগেও চোটের কারণে বল করতে পারছিলেন না তিনি। তবে এবারের আইপিএলে বোলার হার্দিকও সফল। বিশেষ করে মোতেরায় (Motera) ফাইনালে ভয়ঙ্কর জস বাটলারকে (Josh Batlar) ফিরিয়ে ম্যাচের মোড় কার্যত ঘুরিয়ে দেন হার্দিক।
আরও পড়ুন : ইতিহাসে গুজরাত, আইপিএল থেকে প্রাপ্য নেতা হার্দিক
৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট। ফাইনালে বল হাতেই এটাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বাটলার ছাড়াও তাঁর শিকার স্যামসন এবং হেটমায়ার। মনে করা হচ্ছে ভারতীয় দলের জার্সিতেও তিনি আবার বল করতে পারবেন। তবে হার্দিকের দাবি, আইপিএল অতীত। টার্গেট এবার বিশ্বকাপ। ভারত জিতবেই, বাজি গুজরাট অধিনায়কের।