টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। কখনও তাঁকে দেখা যাচ্ছে সাগর পাড়ে। আবার কখনও তাঁকে দেখা যাচ্ছে বিমানবন্দরের। কখনও আবার তিনি নিজের প্রিয় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছেন মুম্বইয়ের রাস্তায়।
দিন কয়েক আগেই তাঁকে নিজের কোটি টাকার ল্যান্ড রোভার গাড়ি চালিয়ে মুম্বই সফর করতে দেখা গিয়েছিল। এবার আবার তাঁকে দেখা গেল মুম্বইয়ের রাজপথে। এবার তাঁর সঙ্গী তাঁর গ্যারেজে থাকা বিখ্যাত ইতালীয় সংস্থার অত্যাধুনিক গাড়ি ল্যাম্বরগিনি উরু। ভারতে এই গাড়ির দাম কমবেশি ৪ কোটি ৫৭ লক্ষ টাকা। কর মিলিয়ে যার দাম প্রায় পাঁচ কোটি টাকা।
হিটম্যানের নীল রঙা এই বিলাসবহুল গাড়ি সকলেরই নজর কেড়েছে। আর একই সঙ্গে নজর কেড়েছে এই গাড়ির বিশেষ নম্বর প্লেট। হিটম্যানের নীল রংয়ের এই গাড়ির নম্বর হল MH 01 EB 0264। যা রোহিত শর্মার কেরিয়ারের দুর্দান্ত একটি বিশ্বরেকর্ড।
কী এই রেকর্ড ?
রোহিতের ল্যাম্বরগিনির নম্বর ২৬৪। এই নম্বরটি আসলে ওয়ান ডে ক্রিকেটে রোহিতের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রান। ২০১৪ সালে ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে রোহিত ২৬৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন। এটিই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস।
এই একই বিশ্বরেকর্ড অনুযায়ী, রোহিত শর্মার একটি বিলাস বহুল ল্যান্ডরোভারও রয়েছে। রোহিতের ওই গাড়ির নম্বর এমএইচ ০১ ইকিউ ০২৬৪। আর এই দুটি গাড়ির নম্বরই ক্রিকেটপ্রেমীদের আকৃষ্ট করেছে।