T20 বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে বাংলাদেশকে ৫০ রানে হারাল টিম ইন্ডিয়া। আর এই জয়ের নেপথ্য কারিগর টিমের প্রত্যেক সদস্যই। তবে ম্যাচের সেরা হলেন হার্দিক পান্ডিয়া। তাঁর ব্যাট থেকে এল ২৭ বলে ৫০ রান। তুলে নিলেন ১ উইকেটও। ম্যাচের পর ক্যারিবিয়ান লেজেন্ড অ্যান্ডি রবার্টসের হাত থেকে ম্যাচের সেরা পুরস্কার তুলে নিলেন হার্দিক। আর ম্যাচের পর হার্দিকের প্রশংসা করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও।
সঙ্ঘবদ্ধ ভাবে ভাল ক্রিকেট খেলেই জয় এসেছে। হার্দিকের মতে, "কিছু পরিস্থিতিতে টিমের সবাই ভাল খেলেছে। পরিকল্পনা কাজে লাগাতে পেরেছি আমরা। ২০২৩ বিশ্বকাপে চোট পেয়েছিলাম। ফিরে আসতে পেরেছি। ঈশ্বরের অন্য পরিকল্পনা ছিল। একদিন রাহুল স্যারের সঙ্গে কথা হচ্ছিল। ওর মতে, ভাগ্য তাঁকেই সঙ্গ দেয়, যে কঠোর পরিশ্রম করে। একথা আমার জন্য খাটে। মাথা নিচু করে পরিশ্রম করে যেতে চাই।"
আইপিএলে এবার মুম্বই ইন্ডিয়ান্স টিমে রোহিত বনাম হার্দিক নিয়ে সমালোচনা তুঙ্গে ছিল। সেই হার্দিক, রোহিতের টিমে এসে নিজের ১০০ শতাংশ দিয়ে গিয়েছেন। হিটম্যানের মতে, "হার্দিক দারুণ ব্যাট করেছে। আমাদের ভাল জায়গায় নিয়ে গিয়েছে। আমরা এরকমই চেয়েছিলাম। ওর কতটা ক্ষমতা, আমরা সবাই জানি। আজকে তার সঠিক উদাহরণ রাখতে পেরেছে হার্দিক। ব্যাট-বল দুই ক্ষেত্রেই ওর অবদান দারুণ।"