ক্ষণে ক্ষণে বদলাচ্ছে আবহাওয়া। কখনও রোদ, কখনও বৃষ্টি। পুজোর সপ্তাহের আগেও স্বস্তি নেই। আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া! সেই প্রশ্নই ঘুরছে বঙ্গবাসীর মনে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে কিন্তু স্বস্তি নেই। কলকাতা-সহ গোটা রাজ্যে সপ্তাহান্তের শেষ দিনও বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শেষ দিন কলকাতার রাস্তায় শপিংয়ে বেরোলে নাজেহাল হতে পারে মানুষ।
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার রাতে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রবিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। কিছু অংশে বৃষ্টির পূর্বাভাস আছে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে ঝড় বৃষ্টি হলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি নয়, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুই ২৪ পরগনা, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে। তবে সোমবার থেকেই আবহাওয়ার উন্নতি হবে। শুক্রবার পর্যন্ত কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকবে।
এদিকে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টি হবে। রবিবার ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা আছে মালদা ও দক্ষিণ দিনাজপুরেও।