বার্বেডোজে তাঁর পা কি বাউন্ডারির দড়ি ছুঁয়েছিল ? ভারতের জন্য নাকি বাউন্ডারির দড়ি সরিয়ে দেওয়া হয়েছিল ? টেলিভিশন রিপ্লেতে নাকি স্পষ্ট দেখা গিয়েছে, তাঁর পা দড়িতে ছুঁয়েছিল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এমন নানা কথা উঠেছিল। আলোচনা হয়েছিল সোশাল মিডিয়াতে। অবশেষে ডেভিড মিলারের সেই বিখ্যাত ক্যাচ নিয়ে মুখ খুললেন বিশ্বজয়ী সূর্য কুমার যাদব।
কী বললেন সূর্য ? ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন, দেখুন সবাইকে তিনি খুশি করতে পারবেন না। কিন্তু এটা ঠিক তাঁর পা কোনও ভাবেই দড়ি ছোঁয়নি। কারণ, ওই সময় তাঁর যেটা ঠিক করার কথা ছিল, সেটাই করেছেন। তাঁর কাছে সুযোগ এসেছিল, তিনি ক্যাচ নিয়েছেন। আর সেই মুহূর্তকেই এখন তিনি উপভোগ করছেন।
হার্দিক পান্ডিয়ার বলে ডেভিড মিলারের ওই ক্যাচ ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম টার্নিং পয়েন্ট। তা নিয়ে সূর্য জানিয়েছেন, প্রতিদিন এই ধরনের ক্যাচ নেওয়ার জন্য অনুশীলন করতে হয়। সেই অনুশীলন তিনি করেছিলেন। আর ওই সময় নিজের মাথাকে বরফের মতো ঠান্ডা করে রেখেছিলেন।