শুক্রবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি সঞ্জু স্যামসন ও প্যাট কামিন্সরা। আইপিএল প্লে-অফে এর আগেও মুখোমুখি হয়েছে দুই টিম। ১০ বছর আগে সেবার আইপিএলে প্রথম অভিযান শুরু করে সানরাইজার্স। ২০১৩ সালে দিল্লিতে হয়েছিল সেই এলিমিনেটর ম্যাচ। কী হয়েছিল সেদিনের ম্যাচে।
সে বছর রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অভিষেক করেছিলেন সঞ্জু। শুক্রবার ১০ বছর পরে রাজস্থান রয়্যালস টিমে একমাত্র সদস্য তিনি। তখন অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। আর সানরাইজার্স টিমে অধিনায়ক ক্যামেরুন হোয়াইট। ওই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সানরাইজার্স। ৭ উইকেট হারিয়ে ১৩২ রান করে তাঁরা। ২৯ বলে ৫৪ রান করে রাজস্থানকে জেতান ব্র্যাড হগ। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারতে হয় রাজস্থান রয়্যালসকে।