নতুন করে ম্যাচ নয়। সোমবার রিজার্ভ ডে-তে রবিবারের অসমাপ্ত খেলাই শুরু হবে। ২৪.১ ওভারে ভারতের রান ২ উইকেট হারিয়ে ১৪৭। সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ আম্পায়াররা পিচ দেখে ম্যাচ বাতিলের ঘোষণা করে দেন। রিজার্ভ ডে-তে ফের ২৫ ওভার ব্যাট করতে হবে টিম ইন্ডিয়াকে। মঙ্গলবারই এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ। ক্লান্তিই সমস্যা হতে পারে টিম ইন্ডিয়ার।
কিন্তু সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে রিজার্ভ ডে-তে খেলা না হলে কী হবে! আবহাওয়ার রিপোর্ট বলছে, সোমবারও কলোম্বোতে বৃষ্টি হতে পারে। এদিনও ম্যাচ বাতিল হলে দুই টিমই ১ পয়েন্ট করে ভাগাভাগি করে নেবে। ম্যাচের নিচে লেখা থাকবে, ফলাফল অসম্পূর্ণ।
আরও পড়ুন: বৃষ্টিতে ভেস্তে গেল হাইভোল্টেজ ম্যাচ, রিজার্ভ ডে সোমবার ফের নামবেন বিরাট-বাবররা
নতুন করে ব্যাট করতে হবে না ভারতকে। কিন্তু ২৫ ওভার ব্যাট করে, পাকিস্তানের ব্যাটিংয়ের জন্য ৫০ ওভার ফিল্ডিং করতে হবে। প্রায় ৭৬ ওভার কাটাতে হবে রোহিত শর্মাদের।
সোমবারও নির্ধারিত সময় দুপুর ৩টে থেকে ম্যাচ শুরু হবে। প্রথম ইনিংসে বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু দ্বিতীয় ইনিংসে ফের বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবারের মতো টানা বৃষ্টি না হলে ডাকওয়ার্থ লুইসে খেলার ফলাফল ঘোষণা হতে পারে।