দিন এগিয়ে আসছে। বিশ্বকাপের দল ঘোষণা কবে ? ইঙ্গিত যা পাওয়া যাচ্ছে, তাতে রোহিত শর্মাদের দল ঘোষণা হতে পারে সেপ্টেম্বর মাসের তিন তারিখে। আসছে শনিবার এশিয়া কাপের সবচেয়ে বড় ম্যাচ।
ক্যান্ডিতে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। মনে করা হচ্ছে, ওই ম্যাচ দেখেই বিশ্বকাপের দল ঘোষণা করে দিতে পারেন অজিত আগারকর।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ২১ থেকে ২৭ সেপ্টেম্বর এই সিরিজ হবে। তাতেই পরখ করা হতে পারে বিশ্বকাপের দলকেই।
আরও পড়ুন : নিজে বিশ্বকাপে বাদ পড়েছিলেন, জানেন কতটা কষ্টের, কী বলবেন, ভেবে রেখেছেন রোহিত
তবে ১৮ নয়, ঘোষণা করা হতে পারে ১৫ জনের দল। কারণ, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই অভিযান শুরু করবে ভারত। তাই, একই টিম রাখার ব্যাপারে পক্ষপাতী নির্বাচকরা।
লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ারকে কী বিশ্বকাপের দলে রাখা হবে ? কারণ, এশিয়া কাপের দলে আধা-ফিট রাহুল নিয়ে অনেক কথা উঠেছে।
এই পরিস্থিতিতে রাহুল এবং শ্রেয়স দু জনকেই এশিয়া কাপে একবার হয়তো দেখে নেওয়া হবে। তারপরেই তাঁদের দু জনকে নিয়ে বিশ্বকাপের দলে সিদ্ধান্ত নেওয়া হবে।