আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জেরে কিছুটা সময় হলেও এগিয়ে আসতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। টি-টোয়েন্টি বিশ্বকাপের নির্ঘণ্ট প্রকাশের পরেই এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) পক্ষ থেকে।
৩১ মার্চ থেকে শুরু হয়ে আইপিএল শেষ হয়েছিল ২৯ মে। প্রায় দু মাস ধরে চলেছিল মিলিয়ন ডলার এই টুর্নামেন্ট। কিন্তু আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জেরে, মার্চের গোড়া থেকেই শুরু হতে পারে ১০ দলের এই টুর্মামেন্ট। আইসিসি-র (International Cricket Council) খাতায় আড়াই মাস ধরা থাকে আইপিএলের জন্য।
কিন্তু যদি পুরনো সূচি অনুযায়ী, আইপিএল শুরু হয়, তাহলে টুর্নামেন্টের শেষে হাতে গোনা কয়েকটি দিন পরে থাকবে বিশ্বকাপের জন্য। তাই মনে করা হচ্ছে, মার্চের গোড়ায় আইপিএল শুরু করে মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে এই টুর্নামেন্ট। তাতে দু সপ্তাহ মতো বিশ্বকাপের প্রস্তুতি সম্ভব হবে বলে দাবি বোর্ডের অন্দরে।
৪ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার মাটিতে বসছে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল ৩০ জুন। এই প্রথম আমেরিকার মাঠে হবে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ। এরআগে ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছে আমেরিকা।