যুবরাজ সিং পরবর্তী সময়ে ভারতীয় দলে চার নম্বর জায়গা এখন পাকা হয়নি। বিশ্বকাপের আগে একথা কার্যত স্বীকার করে নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন, চার নম্বর তাদের কাছে দীর্ঘদিনের সমস্যা। যুবরাজের পরে কেউ নিজের জায়গা পাকা করতে পারেনি।
প্রাক্তনদের মতে, ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে এই চার নম্বর জায়গায় নিয়ে যাবতীয় সমস্যা। শ্রেয়স আইয়ারকে এই জায়গায় খেলানোর স্বপ্ন দেখে আসছে টিম ইন্ডিয়া। কিন্তু বারবার ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়ার স্বপ্ন। সেই আক্ষেপই এবার ধরা পড়ল ভারত অধিনায়কের গলাতেই।
রোহিত জানিয়েছেন, চার নম্বরে শ্রেয়স ভালই খেলছিলেন। কিন্তু চোট পেয়ে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে। গত ৪-৫ বছর ধরে এই সমস্যা চলছে। অনেকেই চোট পেয়েছেন। ফলে বার বার নতুন ব্যাটারদের খেলাতে হয়েছে। কেউ জায়গা পাকা করতে পারেননি।