পিঠের চোট একদিনের সিরিজ থেকে ছিটকে দিয়েছে ভারতীয় ব্যাটার শ্রেয়স আইয়ারকে। তাঁর বদলি হিসাবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কে ? নাম উঠে আসছে তিন ক্রিকেটারের। বোর্ড সূত্রে খবর, শ্রেয়সের বদলি হিসাবে আলোচনায় আছেন সঞ্জু স্যামসন, রজত পাতিদার এবং সরফরাজ আহমেদ। মূলত বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এই সিরিজকে দেখে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
আমেদাবাদ টেস্টের মধ্যেই পিঠের ব্যথায় কাবু হন শ্রেয়স। ফিল্ডিং করলেও ব্যাট করতে পারেননি। সোমবারই একদিনের সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে শ্রেয়সকে। তারপর থেকেই গুঞ্জন এই চোট নিয়ে কী আইপিএলে মাঠে নামতে পারবেন কেকেআরের এই ক্রিকেটার।
এই পরিস্থিতির মধ্যেই তাঁর বদলি হিসাবে এই তিন ক্রিকেটারের নাম উঠে এল। ১৭ মার্চ থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। মুম্বই থেকে শুরু হবে সিরিজ।