আইপিএলে কেকেআরের অধিনায়ক কে ? দিন যত এগিয়ে আসছে, ততই মাথাচাড়া দিচ্ছে এই প্রশ্ন। টুর্নামেন্টের প্রথম ভাগে শ্রেয়স আইয়ারকে পাওয়া যাবে না। এই খবর এখন জলের মতো স্পষ্ট। তাহলে শ্রেয়সের পরিবর্তে কে দলকে নেতৃত্ব দেবেন, তা নিয়ে চলছে এখন জোর জল্পনা। যে দুই ক্রিকেটারকে পরিবর্ত হিসাবে ভাবা হয়েছিল, তাঁরা কেউ-ই শুরু থেকে আইপিএল খেলতে পারবেন না। কারণ, শাকিব-আল-হাসান এবং লিটন দাস দু জনকেই বাংলাদেশের হয়ে মাঠে নামতে হচ্ছে।
আইসিসি-র সূচি অনুযায়ী বাংলাদেশের সফর করছে আয়ারল্যান্ড দল। সূচি অনুযায়ী তিনটি একদিনের ম্যাচ, তিনটি টি-টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচ রয়েছে দু দেশের মধ্যে। আর এই গোটা সিরিজেই বাংলাদেশের হয়ে খেলবেন শাবিক এবং লিটন। যে দুই ক্রিকেটারকে এবার প্রায় দু কোটি টাকা খরচ করে কিনেছে শাহরুখ খানের দল।
ক্রীড়াসূচি যা তাতে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ম্যাচ শেষ হচ্ছে ৮ এপ্রিলের পর। ততক্ষণে নাইটদের তিনটি ম্যাচ হয়ে যাবে। টিম ম্যানেজমেন্টের দাবি, ১৪ এপ্রিলের আগে এই দুই বাংলাদেশি ক্রিকেটারকে পাওয়া যাচ্ছে না।