সময়টা ভাল যাচ্ছে না পৃথ্বী শ-এর। কয়েকমাস আগে মুম্বই রঞ্জি দল থেকে বাদ পড়েছেন। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন ক্রিকেট সংস্থার কর্তারা। তার মধ্যে অন্য়তম উল্লেখযোগ্য ছিল শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। সময়ে অনুশীলনে যোগ দেন না তিনি। ফিটনেস সমস্যাও অন্যকম কারণ বলে জানা গিয়েছিল। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বই স্কোয়াডে দেখা যায় পৃথ্বীকে। কিন্তু কিছুটা সময় কাটতে না কাটতেই ফের ধাক্কা। আইপিএলের কোনও দলই পেলেন না পৃথ্বী শ। জেড্ডার মেগা নিলামে অবিক্রীত থেকে গেলেন পৃথ্বী। তাঁর মতো প্রতিভাবান ক্রিকেটার কোনও দল পেলেন না! এর নেপথ্য কারণ কী!
গত মরশুমে দিল্লি ক্যাপিটালসে ছিলেন পৃথ্বী শ। টানা ব্যর্থতা ও ফিটনেস সংক্রান্ত সমস্যায় জর্জরিত ছিলেন পৃথ্বী। তাই ফ্র্যাঞ্চাইজিও তাঁর উপর আগ্রহ হারিয়েছিল। নিলামে কোনও দলই তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন পৃথ্বী। এই নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে মুখ খুলেছেন তিনি। পৃথ্বী জানান, এই ট্রোলিং দেখে তিনি খুব হাসেন। তাঁর ব্যাপারে কে কী ভাবছেন, সেটাও জানতে পারেন বলে দাবি করেছেন পৃথ্বী। তবে কখনও কখনও কোনও পোস্টে মানসিকভাবে আঘাতও পান বলে জানিয়েছেন পৃথ্বী। তিনি বলেন, মনে হয়, এটা ভুল বলা হচ্ছে। পৃথ্বীর মনে করেন, "কেউ যদি ফলো না করে, তা হলে আমাকে ট্রোল করছে কী করে! তার অর্থই হল আমার প্রতি ওর নজর রয়েছে। আমি কী করছি, সেই খবর রাখে।"
স্কুল ক্রিকেটে আঙিনা থেকে ক্রিকেটে উত্থান। ২০১৮ সালে অধিনায়ক হিসেবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের পর জনপ্রিয়তার শিখর ছুঁয়ে ফেলেন পৃথ্বী। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক করেন। সেই টেস্টেও শতরান পান পৃথ্বী শ। তবে এরপরই তাঁর দুর্বলতা ধরা পড়ে যায়। লাগাতার ব্যর্থ হতে থাকেন পৃথ্বী। ২০২১ সালের পর আর জাতীয় দলে ডাক পাননি তিনি। আইপিএলই তাঁর প্রত্যাবর্তন হতে পারত। কেরিয়ারের শুরু থেকেই দিল্লি ক্যাপিটালসে খেলেছেন। একাধিক সুযোগও পেয়েছেন। এবার নিলামের আগে তাঁর বেস প্রাইস ছিল ৭৫ লক্ষ টাকা। কিন্তু তাঁকে আর দলে রাখেনি দিল্লি।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেন উন্মুক্ত চাঁদ। তাঁকে নিয়েও সম্ভাবনা ছিল। কিন্তু দীর্ঘদিন জাতীয় দলে ও ঘরোয়া ক্রিকেটে সুযোগ না পেয়ে দেশ ছেড়েছিলেন উন্মুক্ত চাঁদ। বর্তমানে আমেরিকার হয়ে খেলেন উন্মুক্ত চাঁদ। এবার একই পথে হাঁটতে পারেন পৃথ্বী শ। ২০২৬ T20 বিশ্বকাপে আমেরিকার হয়ে খেলতেও দেখা যেতে পারে তাঁকে। সঙ্গে বিশ্বের একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও খেলতে পারেন।
কয়েকদিন আগে পৃথ্বীর নাচের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকেই মন্তব্য করেন, এসব না করে অনুশীলন করলে তিনি জাতীয় দলে জায়গা পেতেন। সেই ভিডিয়ো ২০২১ সালে শেষবার জাতীয় দলে খেলেছেন। আইপিএলে থাকাকালীন অনেক তারকা ক্রিকেটারের সান্নিধ্য পেয়েছেন পৃথ্বী। রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়, সবার সঙ্গেই কথা হয়। কিন্তু পৃথ্বী শ নিজেকে পাল্টাতে পারেননি বলেই দাবি করেছেন বোর্ডের এক নির্বাচক। ঘরোয়া ক্রিকেটেও দিনের পর দিন চূড়ান্ত অনিয়ম করে গিয়েছেন বলে অভিযোগ তাঁর বিরুদ্ধে। তাই এবার আইপিএল নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁর উপর আস্থা দেখায়নি।