বোর্ডের বিরুদ্ধে গিয়ে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন ঝাড়খণ্ডের ক্রিকেটার ইশান কিসান। এবার ফাঁস হল শ্রেয়স আইয়ারের কেন্দ্রীয় চুক্তিতে না থাকার কারণ। একটি ক্রিকেট পোর্টালের দাবি, চোট সারার আগেই আইপিএলে নিজের ফ্র্যাঞ্চইজি কেকেআরে যোগ দিয়েছিলেন শ্রেয়স। আর তাতেই তাঁর উপর ক্ষোভ ভারতীয় বোর্ডের।
ইংল্যান্ড সফরের মাঝপথে পিঠের চোটের কারণে ফের ভারতীয় দল থেকে ছিটকে যান শ্রেয়স। এরই মধ্যে জারি হয় বোর্ডের ফতোয়া। যেখানে নির্দেশ দেওয়া হয়, চোট সারিয়ে জাতীয় দলে ফিরতে হলে খেলতে হবে ঘরোয়া ক্রিকেট।
অভিযোগ, বোর্ডের এই নির্দেশকে উপেক্ষা করেছিলেন শ্রেয়সও। তাই মুম্বইয়ের কোচ রাজু কুলকার্নিকে ঠিক তথ্য না দিয়েই কেকেআর শিবিরে যোগ দেন এই ক্রিকেটার।