বিশ্রামে ইশান কিষান ? কিন্তু কেন ? দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ভারতীয় নির্বাচকদের সিদ্ধান্ত অবাক করল ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজাকে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। ওই সিরিজের শেষ দুটি ম্যাচে ইশানকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আর তাতেই প্রশ্ন তুলেছেন জাদেজা।
অজয়ের প্রশ্ন, কোন যুক্তিতে সিরিজের শেষ দুটি ম্যাচে ইশানকে বিশ্রামে পাঠানো হল, তা বোঝা গেল না। দক্ষিণ আফ্রিকা সফরের আগে পাঁচ ম্যাচের এই সিরিজে কেন ভারতীয় ব্যাটারকে পুরো খেলানো হল না, সেটা বিস্ময়ের ? ভারতের প্রাক্তন ক্রিকেটারের মতে, এখনই যদি তরুণ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়, তাহলে ওই ক্রিকেটার বিদেশ সফরের জন্য তৈরি কীনা, কীভাবে বোঝা যাবে ?
ক্রিকেট পন্ডিতদের মতে, অজয়ের প্রশ্ন ঠিক। কারণ, পঞ্জাবের উইকেট কিপার জিতেশ শর্মাকে পরখ করতে গিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ দুটি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল ইশানকে। যাঁর নামের পাশে এই সিরিজে দুটি হাফ সেঞ্চুরি ছিল। রায়পুর এবং বেঙ্গালুরুতে বিশ্রামে ছিলেন ঝাড়খণ্ডের এই ক্রিকেটার। তাঁদের অভিযোগ, পরীক্ষা করতে গিয়ে ভ্রান্তি থাকছে নির্বাচকদের সিদ্ধান্তে।