আইপিএল শেষ হলেই জুনের গোড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাতে কী ভারতীয় জার্সিতে দেখা যাবে মহম্মদ শামিকে ? সেই বিষয়টাই এবার ক্রিকেটারের থেকে স্পষ্ট করতে চান অজিত আগারকররা। ভারতের মাটিতে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে সফল বোলার মহম্মদ শামি। তার ইনাম হিসাবেই আজ তিনি অর্জুন। কিন্তু গত দেড় বছর টি-টোয়েন্টি দলে নেই।
২৫ জানুয়ারি থেকে ঘরের মাঠে টেস্ট খেলবে ভারত। প্রতিপক্ষ ইংল্যান্ড। পাঁচ ম্যাচের এই সিরিজে প্রথম দুটি টেস্টে নেই শামি। গোড়ালির চোটের কারণে তাঁর দক্ষিণ আফ্রিকাও যাওয়া হয়নি। তবে, বাকি তিনটি টেস্টে তাঁকে দেখা যেতে পারে বলেই ইঙ্গিত। আইপিএলের আগে এই তিনটি টেস্ট প্রস্তুতি হতে পারে শামির কাছে।
মনে করা হচ্ছে, যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রোহিত-বিরাট থাকেন, তাহলে শামিও থাকবেন। কারণ, আইসিসির এই টুর্নামেন্টে তেমন কোনও ঝুঁকি নিতে নারাজ নির্বাচকরা। আর সেটাই শামির থেকে আদায় করে নিতে চান আগারকর অ্যান্ড কোম্পানি।