শুরু হচ্ছে মেয়েদের আইপিএল। এবার মোট ৫টি টিম। সোমবার প্রিমিয়ার লিগের নিলাম। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির হাতে ১২ কোটি টাকা করে ধার্য করা হয়েছে। চলতি বছর, মার্চে শুরু হবে পাঁচ দলের মেয়েদের আইপিএল।
জানা গিয়েছে, নিলামের বেস প্রাইজ রাখা হয়েছে ৫০ লক্ষ টাকা। ভারতের মহিলা ক্রিকেট দলের হরমনপ্রীত কৌর, ওপেনার স্মৃতি মান্ধানা, অলরাউন্ডার দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, রিচা শর্মা, প্রত্যেক ক্রিকেটারই নিলামে উঠবেন। ৩০ জন ক্রিকেটারে বেস প্রাইস ৪০ লক্ষ টাকা। তার মধ্যে ৮ জন ভারতীয় ক্রিকেটারও থাকবেন।
আরও পড়ুন: পরপর ২ বলে বাউন্ডারি, দুরন্ত হাফসেঞ্চুরি জেমাইমার, পাকিস্তানকে ৭ উইকেট হারাল ভারত
আইপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী, প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি কমপক্ষে ১৫ জন ও সর্বাধিক ১৮ জন ক্রিকেটার দলে রাখতে পারবেন। এই লিগে ৩০ জন বিদেশি ক্রিকেটার ও ৬০ জন দেশি ক্রিকেটারকে খেলতে দেখা যাবে। ভারতের পরই সর্বাধিক ক্রিকেটার থাকবেন অস্ট্রেলিয়ার।