মেয়েদের T20 বিশ্বকাপে (Women T20 World Cup) ঐতিহাসিক সিদ্ধান্ত আইসিসির। প্রথমবার বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের মধ্যে সবাই মহিলা (ICC Panel)। প্যানেলে সুযোগ পেয়েছেন তিন জন ভারতীয়। আইসিসি প্যানেলে থাকবেন জিএস লক্ষ্মী, বৃন্দা রথী ও জানানি নারায়ণান।
এবার দক্ষিণ আফ্রিকায় বসছে মেয়েদের T20 বিশ্বকাপের আসর। আইসিসি জানিয়েছে, ১০ জন মহিলা আম্পায়ার সহ মোট ১৩ জন মহিলা বিশ্বকাপ পরিচালনার দায়িত্ব পাবেন।
আরও পড়ুন: 'আরও কয়েকটা টুর্নামেন্টে খেলতে চেয়েছিলাম', বিদায়বেলায় চোখে জল সানিয়া মির্জার
উল্লেখ্য, রঞ্জি ট্রফিতে এর আগে প্রথম মহিলা আম্পায়ার হিসেবে র্বাচিত হন বৃন্দা রথী ও জানানি নারায়ণান। প্রথমবার বিশ্বকাপে আম্পায়ারিং করাবেন তাঁরা।