মহিলাদের আইপিএলে খেলবেন ট্যাক্সি চালকের মেয়ে। তাও কি না গতবারে লিগ চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। স্বপ্ন মনে হলেও সত্যি। সে কথাই প্রমাণ করলেন তামিলনাড়ুর বাসিন্দা ২৩ বছর বয়সের কীর্থনা বালাকৃষ্ণান। এমনকি ওই রাজ্যের প্রথম মহিলা হিসেবেও উইমেন্স প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছেন কীর্থনা। ঘরের মেয়ের এমন সাফল্যে তামিলনাড়ুর ক্রিকেট মহলে খুশির জোয়ার।
শনিবার উইমেন্স প্রিমিয়ার লিগের সঞ্চালিকা মল্লিকা সাগর মহিলা ক্রিকেটার কীর্থনার নাম নেন। এরপরই ১০ লক্ষ টাকার বিনিময় এই মহিলা ক্রিকেটারকে বেছে নেয় গতবারের চ্যাম্পিয়ন অর্থাৎ নীতা আম্বানির দল মুম্বই ইন্ডিয়ান্স।
আরও পড়ুন - মালদ্বীপে মাজিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ, দলের সঙ্গে গেলেন না কোচ ফেরান্দো
ট্যাক্সি চালকের মেয়ে হলেও ক্রিকেটে ছিল কীর্থনার ধ্যান-জ্ঞ্যান। প্রাক্তন ক্রিকেটার অভিনব মুকুন্দের বাবা টিসিএস মুকুন্দের অ্যাকাডেমিতে ছেলেবেলা থেকে ক্রিকেট শেখেন তিনি। এরপর তামিলনাড়ুর মহিলা দলের সুযোগ পান। তারপর একে একে ইন্ডিয়ান গ্রিন ওমেন, সাউথ জোন ওমেন পেরিয়ে অবশেষে ডব্লুপিএল খেলার সুযোগ পেলেন তিনি।