লিগ পর্বের শেষ ম্যাচে হার ইউপি ওয়ারিয়ার্সের। প্রতিপক্ষ ছিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৮ রানে হারতে হয় তাঁদের। ইউপি ওয়ারিয়ার্সে হারে অনেকটাই স্বস্তি পেল স্মৃতি মান্ধানার আরসিবি।
WPL-এর ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে গুজরাত টাইটান্স। ১৫৩ রানের টার্গেট দেয় তাঁরা। টিমের ওপেনার বেথ মুনি ৭৪ রান করেন। অন্য ওপেনার লরা উলফার্ট ৪৩ রান করেন।
রানতাড়া করতে গিয়ে শুরুতেই ৫ উইকেট হারায় ইউপি ওয়ারিয়ার্স। অলরাউন্ডার দীপ্তি শর্মার ব্যাটে জয়ের স্বপ্ন দেখে ইউপি। ৬০ বলে ৮৮ রান করে অপরাজিত ছিলেন দীপ্তি। কিন্তু টিমকে জেতাতে পারলেন না।
লিগ টেবিলে ইউপি ওয়ারিয়ার্স ছাড়া প্রত্যেকেরই একটি করে ম্যাচ বাকি। বর্তমানে ৮ ম্যাচে ৬ পয়েন্ট ইউপি-র। একই পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে আছে আরসিবিও। দিল্লি ও মুম্বই ইতিমধ্যে প্লে-অফে উঠে গিয়েছে। আরসিবি শেষ ম্যাচে নামবে মুম্বইয়ের বিরুদ্ধেই।