ভালবাসেন মাছ খেতে। কিন্তু এবার আর এই আয়োজন নেই। কারণ, কলকাতা থেকে অনেক দূরে তিনি। তাই জামাই ঋদ্ধিমান সাহা মিস করছেন তাঁর বাড়ির লোকরা। কারণ, শুক্রবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবেন ঋদ্ধি। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে যে জিতবে, সেই দল ফাইনাল খেলবে চেন্নাইয়ের সঙ্গে। পরিবারের দাবি, খুব বেশি না খেলেও, খেতে বেশ ভালবাসেন ঋদ্ধি। তাঁর প্রিয় মাছ ইলিশ। তাই জামাইষষ্ঠীর খাওয়া আপাতত তোলা থাকল। কারণ, ঋদ্ধির ফোকাসে মুম্বই ম্যাচ।
সমাজ মাধ্যমে আলাপ। তারপর বারো বছরের ঘর-সংসার। ঋদ্ধির সঙ্গে দিব্য আছেন দেবারতি। তিনি জানিয়েছেন, কলকাতায় থাকলে বেশ সাড়ম্বরেই জামাইষষ্ঠী পালন হয়। এই একদিন তাঁর নয়, তাঁর মায়ের হাতে রান্না খেতে ভালবাসেন ঋদ্ধি। ভালবাসেন মটন, চিকেন দুই খেতে। তবে ঋদ্ধির ফেভারিট সব ধরণের মাছ। দাবি দেবারতির।