শ্রীলঙ্কার(Sri Lanka) বিরুদ্ধে টেস্ট সিরিজ(Test Series) থেকে বাদ পড়তেই আরও একবার ঋদ্ধির(Wriddhiman Saha) অবসর জল্পনা উস্কে গেল। অনেকেই মনে করছেন, ভারতীয় টেস্ট দলের জন্য ঋদ্ধিমানের(Wriddhiman Saha) একেবারে দরজা বন্ধ হয়ে গেল। এদিকে, শ্রীলঙ্কা(Sri Lanka) সিরিজের জন্য ঘোষিত দল থেকে বাদ পড়তেই বিস্ফোরক ঋদ্ধি।
ঋদ্ধিমান সাহার(Wriddhiman Saha) অভিযোগ, কাঁধে ব্যথা নিয়ে কানপুর টেস্টে(Kanpur Test) হাফ সেঞ্চুরি করার পর সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly) বলেছিলেন, তিনি যতদিন আছেন, ততদিন ঋদ্ধিকে চিন্তা করতে হবে না। ঋদ্ধিমানের আরও অভিযোগ, দক্ষিণ আফ্রিকা সিরিজে রাহুল দ্রাবিড় তাঁকে আকার-ইঙ্গিতে নাকি অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
আরও পড়ুন : কেন বাদ ঋদ্ধিমান সাহা, কারণ ব্যাখ্যায় নির্বাচক প্রধান চেতন শর্মা
শুধু তাই নয়, ঋদ্ধিমান সাহার নিশানায় রয়েছেন ভারতীয় বোর্ডের(BCCI) প্রধান নির্বাচক চেতন শর্মাও(Chetan Sharma)। বাংলার উইকেটকিপার-ব্যাটারের অভিযোগ, নির্বাচক চেতন শর্মাও বলেছিলেন, আর তাঁকে ভারতীয় দলে নেওয়া হচ্ছে না ভবিষ্যতের জন্য।