রঞ্জি(Ranji Trophy 2022) অভিষেকেই নজর কাড়লেন ভারতের তরুণ প্রতিভাবান
ব্যাটার যশ ধূল(Yash Dhull)। অভিষেক ম্যাচের দুই ইনিংসে শতরান করে সকলকে চমকে দিলেন দিল্লির(Delhi) এই ওপেনার।
তামিলনাড়ুর(Tamilnadu) বিরুদ্ধে দিল্লির ওপেনার যশ ধূল(Yash Dhull) প্রথম ইনিংসে করেছিলেন ১১৩ রান। দ্বিতীয় ইনিংসেও সেই একই রান করে অপরাজিত থাকেন যশ(Yash Dhull)। তৃতীয় ভারতীয় হিসেবে এই কাণ্ড ঘটালেন যশ ধূল। এরপর দুই দলের অধিনায়কের সম্মতিতে ম্যাচ ড্র হয়ে যায়।
যশের(Yash Dhull) আগে এই নজির গড়েন আরও দু'জন। ১৯৫২ সালে গুজরাটের(Gujrat) হয়ে নরি কন্ট্রাক্টর(Nari Contractor) প্রথম এই নজির গড়েন। অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে ১৫২ রান এবং দ্বিতীয় ইনিংসে ১০২ রান করেন তিনি। এরপর ২০১২ সালে মহারাষ্ট্রের(Maharastra) বিরাগ আওয়াতে একই কীর্তি গড়েছিলেন। দুই ইনিংসে তাঁর রান ছিল যথাক্রমে ১২৬ এবং ১১২।