এক সময় মুম্বই তাঁর কাছে স্বপ্ননগরী ছিল। এবার সেই বান্দ্রায় ৪৮,৪৯৯ স্কয়্যার ফিটের ফ্ল্যাট কিনতে চলেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। গত ৭ জানুয়ারি, তাঁর নামে রেজিস্ট্রেশন হয়েছে বলেও খবর। জানা গিয়েছে, ফ্ল্যাটের দাম প্রায় সাড়ে ৫ কোটি।
ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বই গিয়েছিলেন। আজাদ ময়দানের টেন্টে রাত কাটত। সবে টেস্ট অভিষেক হয়েছে যশস্বী জয়সওয়ালের। ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটি ডাবল সেঞ্চুরি। টেস্ট ব়্যাঙ্কিংয়ে অনেকটাই উঠেছেন। গত রবিবার টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১২টি ছয় মেরে ইতিহাস গড়েন যশস্বী।
আরও পড়ুন: আইএসএলে আজ খালিদ বনাম কুয়াদ্রাত, ইস্টবেঙ্গল তাকিয়ে সেই ক্লেটনের দিকেই