টেস্ট ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ওপেন করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ১৪৩ রান করে অপরাজিত যশস্বী।
দিনের শেষে যখন ড্রেসিং রুমে ফিরছেন, স্ট্যান্ডিং ওবেশন দেওয়া হল যশস্বীকে। টিমের সতীর্থ, কোচিং স্টাফ, কোট রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা, প্রত্যেকেই উষ্ণ অভ্যর্থনা জানালেন। রবীন্দ্র জাদেজা ও ইশান কিষাণ জড়িয়ে ধরলেন তাঁকে।
বিদেশের মাটিতে টেস্ট খেলতে নেমে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি পাওয়া মুখের কথা নয়। তাঁর ম্যারাথন ইনিংসে ছন্নছাড়া ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণ। এই রেকর্ড গড়ে সৌরভ গঙ্গোপাধ্যায়, মহম্মদ আজহারউদ্দিন, বীরেন্দ্র সেহওয়াগ, রোহিত শর্মার মতো অনেক তারকাকেই ছুঁয়ে ফেললেন যশস্বী। শেষবার অভিষেক টেস্টে সেঞ্চুরি পান শ্রেয়স আইয়ার।