আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে আরও কয়েকধাপ এগিয়ে গেলেন যশস্বী জয়সওয়াল । সেরা দশের আরও কাছে পৌঁছে গেলেন ভারতীয় ব্যাটার । ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকেও পিছনে ফেলে দিয়েছেন যশস্বী ।
আইসিসি টেস্ট ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন যশস্বী । বর্তমানে ১২ নম্বরে রয়েছেন তিনি । যশস্বীর থেকে এক ধাপ পিছিয়ে রোহিত শর্মা । ১৩ নম্বরে রয়েছেন ভারতীয় অধিনায়ক । ৬৬৫ রান করে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক জয়সওয়াল । ২টি ডাবল সেঞ্চুরি করেছেন তিনি ।
বিরাট অবশ্য ব্যক্তিগত কারণে টেস্ট সিরিজে খেলতে পারেননি । দুই ধাপ পিছিয়ে ৯ নম্বরে রয়েছেন কোহলি । শুভমান গিলও ব্যাটিং র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠে এসেছেন । অন্যদিকে, ধ্রুব জুরেল ৬৯ নম্বরে পৌঁছেছেন।