একজন ভরসা রাখছেন ভগবানের উপর।
আর একজন জানিয়েছেন, ভগবান তাঁকে রক্ষা করেছেন। গত ১৮ মাস টানাপোড়েনের পর অবশেষে বিচ্ছেদ হয়ে গেল ভারতীয় ক্রিকেটার যজুবেন্দ্র চাহাল এবং তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মার। সরকারি ভাবে বিবাহ-বিচ্ছেদের পরেই নিজেদের ইনস্টাগ্রাম পোস্টে এমনটাই লিখেছেন চাহাল এবং ধনশ্রী।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ে বান্দ্রার পারিবারিক আদালতে হাজির হয়েছিলেন জাতীয় দলের এই ক্রিকেটার এবং নৃত্যশিল্পী। ১৮ মাস আলাদা থাকার পর আদালতকে তাঁরা জানিয়েছেন, একসঙ্গে মানিয়ে থাকতে বিস্তর অসুবিধা হচ্ছে। দু পক্ষের কথা শোনার পর তাঁদের একসঙ্গে ৪৫ মিনিট কথা বলার নির্দেশ দিয়েছিল আদালত।
কিন্তু পরিবারের দাবি শেষ চেষ্টাও ব্যর্থ হয়েছে। সব কিছুর পর দু পক্ষ জানায়, তাঁরা আলাদাই থাকবেন। বৃহস্পতিবার বিকেলে সাড়ে চারটে পর থেকে আর স্বামী-স্ত্রী নন যজুবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মা।
গত কয়েক বছরে একাধিক বিতর্ক এই স্টার দম্পতিকে ঘিরে। এক সময়ে সোশ্যাল মিডিয়া বেশ জনপ্রিয় হয়েছিল তাঁদের রিলস। কিন্তু হঠাৎ হল কি ? ঘনিষ্ঠ মহলের মতে, গোড়া থেকেই নাকি সুতোয় ঝুলছিল তাঁদের দাম্পত্যজীবন। বৃহস্পতিবারের পড়ন্ত বিকেলে তাতেই সিলমোহর পড়ল।