আগামী মরশুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কী নতুন ভূমিকায় দেখা যেতে পারে জাহির খানকে ? এমনটাই দাবি করেছে একাধিক ক্রিকেট ওয়েব সাইট। ওই সাইটগুলির খবর, লখনউ সুপার জায়েন্টে গৌতম গম্ভীরের শূন্যস্থান ভরাট করতে পারেন ভারতের প্রাক্তন এই বাঁ-হাতি পেসার।
লখনউ সুপার জায়েন্ট ছেড়ে কলকাতাকে চ্যাম্পিয়ন করিয়ে ভারতের কোচ হয়েছেন গৌতম গম্ভীর। তাঁর বদলি হিসাবে এখন দুটি ফ্র্যাঞ্চাইজি লোক খোঁজার কাজে ব্যস্ত। এরই মধ্যে শোনা যাচ্ছে ভারতের প্রাক্তন পেসার জাহির খানের সঙ্গে আলোচনা শুরু করছে লখনউ। জাহিরকে পেলে মূলত দুটি কাজ একসঙ্গে করতে পারবে লখনউ। এক মেন্টর হিসাবে কাজ করবেন জাহির। দুই, বোলিং কোচদেরও পরামর্শ দিতে পারবেন। কারণ, এর আগে লখনউ সুপার জায়েন্টের বোলিং কোচ ছিলেন মর্নি মর্কেল। যিনি এখন ভারতের বোলিং কোচ।
আইপিএলে এর আগে কাজ করেছেন জাহির খান। মুম্বই ইন্ডিয়ান দলে দীর্ঘ সময় ধরে ছিলেন ভারতের প্রাক্তন এই ক্রিকেটার। তাঁরই ভারতীয় দলে বোলিং কোচ হওয়ার কথা ছিল। তবে জাহির সম্পর্কে সরকারি ভাবে এখনও কোনও বিবৃতি নেই লখনউ সুপার জায়েন্টের।