শনিবার চতুর্থ টি-২০ ম্যাচ জিম্বাবোয়ের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন শুভমান গিল। এদিনের ম্যাচে ইন্ডিয়ার হয়ে ডেবিউ করেন তুষার দেশপাণ্ডে। তিনিই জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দার রাজাকে আউট করেন।
এদিন ২০ ওভারে জিম্বাবোয়ে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান করে। টিম ইন্ডিয়ার টার্গেট ১৫৩। যদিও এই রান তাড়া করতে শুভমানদের খুব বিশেষ বেগ পেতে হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিনের ম্যাচে ব্যাট করতে নেমে আশানুরূপ ওপেনিং করতে পারেনি জিম্বাবোয়ে। তবে, শেষ দশ ওভারে বেশ কিছুটা ঘুরে দাঁড়ায় রাজার দল। ওপেনিং জুটি ৬৩ রান করলেও গতি খুব কম থাকায় লাভের লাভ কিছু হয়নি।
মিডল ওভারে একের পর এক উইকেট হারায় জিম্বাবোয়ে। এরপর হাল ধরেন অধিনায়ক সিকান্দর রাজা। যদিও মাত্র ৪ রানের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর।