আপনি ক্রিকেট ভালোবাসেন, অথচ আমির হোসেন লোনকে চেনেন না? প্রতিকূলতার পাহাড় ডিঙিয়ে রূপকথার গল্প লিখছেন এই দুর্দান্ত পারফর্মার৷ ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারের দু'টি হাতই নেই৷ সেই অবস্থাতেই তিনি দাপিয়ে খেলছেন জম্মু কাশ্মীরের পাড়া ক্রিকেট দলে।
মাত্র ৮ বছর বয়সে বাবার মিলে দুর্ঘটনার শিকার হন আমির৷ দুটি হাতই চিরকালের জন্য বাদ চলে যায়৷ কিন্তু আশ্চর্য জীবনীশক্তির জোরে তিনি জায়গা করে নিয়েছেন ক্রিকেট ময়দানে। আমিরের খেলা দেখলে মনে হবে এতখানি প্রাণশক্তিও কারও থাকা সম্ভব!
দু'টি হাত নেই আমীরের৷ তাই তিনি বল করেন পায়ের পাতার সাহায্যে। ব্যাট ধরেন কাঁধ এবং ঘাড়ের মাধ্যমে৷ অবিশ্বাস্য মনে হচ্ছে তো? কিন্তু এটাই সত্যি৷ কোনও কিছু দমিয়ে রাখতে পারেনি তাঁকে।
অনন্তনাগের আমিরকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শচীন তেন্ডুলকর, আশীষ নেহরার মতো কিংবদন্তিরা। খুব দ্রুত আসতে চলেছে তাঁর বায়োপিক। নাম, 'আমির'। সহস্র প্রতিবন্ধকতা জয় করে জীবনের মহাকাব্য লিখছেন এই ক্রিকেটার।