শনিবার বিশ্বকাপের (Qatar world Cup) মঞ্চ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল (Morocco)। আর এই ডু ওর ডাই ম্যাচে মরোক্কের বিরুদ্ধে প্রথমার্ধ বেঞ্চে বসেই কাটিয়েছেন দলের সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।
এবার তা নিয়ে মুখ খুললেন সি আর প্রেমিকা, জর্জিনা রডরিগেজ (Georgina Rodriguez)। তাঁর মতে, কোচের (Fernando Santos) ইগোর জন্য বাইরে বসতে হয়েছে রোনাল্ডোকে। আর সেই কারণেই ম্যাচ হেরেছে পর্তুগাল।
নিজের সোশ্যাল মিডিয়ায় স্প্যানিশ ভাষায় তিনি লেখেন, 'আজ তোমার কোচ, তথা প্রিয় বন্ধু একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন। যাকে তুমি সম্মান কর। যার প্রশংসা কর। তুমি শেষ পর্যন্ত মাঠে নামার পর দল খেলায় কতটা পরিবর্তন করেছে তা সারা বিশ্ব দেখল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। তোমার মতো একজনকে উপেক্ষা করা যায়! বিশ্বের সেরা ফুটবলার, নিজের সেরা অস্ত্রকেই ব্যবহার করলেন না। জীবন আমাদের রোজ শেখায়। আজও আমরা হারিনি। অনেক কিছু শিখলাম।'
কাতারে বিতর্ক মাথায় করে এসেছিলেন রোনাল্ডো। বিতর্ক মাথায় নিয়ে বিদায় নিলেন। প্রথমে ছিল তাঁর প্রাক্তন ক্লাব ম্য়ানচেস্টার ইউনাইটেডের কোচের সঙ্গে মন কষাকষি। তারপর হল দেশ পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোসের সঙ্গে ইগোর লড়াই। যা ডোবাল পর্তুগালকে।
আরও পড়ুন- সেমিফাইনালে মেসিদের মুখোমুখি মদ্রিচরা, মরক্কোর সামনে ফ্রান্স
স্য়ান্টোসের মন গলানোর একটা চেষ্টা রোনাল্ডো করেছিলেন। কিন্তু তাতেও বরফ গলেনি। বরফ গলল না, রোনাল্ডোর কার্যত শেষ বিশ্বকাপ খেলা হয়ে গেল। আর এইসবের মধ্য়ে পর্তুগালের আরও একটি বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেল।